শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কচুয়ায় রাস্তা সংস্কার না হওয়ায় ভোগান্তি চরমে!

কচুয়া (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০২১, ৪:২৩ পিএম

চাঁদপুরের কচুয়ার উত্তরশিবপুর-আলীয়ারা রাজবাড়ী বাজার সড়কের প্রায় এক কিলোমিটার রাস্তা সংস্কারের অভাবে এক যুগ ধরে বেহাল দশায় রয়েছে। যার কারনে রাস্তা দিয়ে যাতায়াতে যাত্রী,চালক ও পথচারীরা চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয় অধিবাসী স্কুল শিক্ষক মানিক লাল বণিক,ডা. বিশ^নাথ বসু,জিসান আহমেদ ও রাজীব পাটওয়ারীসহ আরো অনেকে জানান,উত্তরশিবপুর-আলীয়ারা এই সড়কটি একটি জনগুরুত্বপূর্ন একমাত্র সড়ক। বিকল্প রাস্তা না থাকায় এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ ঢাকা,মতলব,চাঁদপুর,কুমিল্লাসহ বিভিন্ন অঞ্চলে যাতায়াত করে। কিন্তু রাস্তাটি বিকল্প পথ না থাকায় বেহাল দশার কারনে চরম ভোগান্তিতে পড়তে হয় সাধারন মানুষকে।
রাস্তাটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
উপজেলা প্রকৌশলী সৈয়দ জাকির হোসেন জানান, রাস্তাটির সংস্কারের তালিকায় দেয়া হয়েছে। অনুমোদন পেলে সংস্কারের উদ্যোগ নেয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন