শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

মাহমুদুর রহমান মান্নার মুক্তি দাবি

প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বিনা বিচারে, বিনা চিকিৎসায় কারাবন্দি নাগরিক ঐক্যের আহŸায়ক মাহমুদুর রহমান মান্নার মুক্তির দাবি জানিয়েছে নাগরিক ছাত্র ঐক্য। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিতে এ দাবি জানান বক্তারা। ‘জননেতা মাহমুদুর রহমান মান্নার মুক্তি চাই’ দাবিতে নাগরিক ছাত্র ঐক্য আয়োজন করে এ কর্মসূচি। নাগরিক ছাত্র ঐক্যের আহŸায়ক নাজমুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সদস্য ও ঢাকা মহানগর (উ.) আহŸায়ক শহীদুল্লাহ কায়সার, ঐক্যবদ্ধ ছাত্র সমাজের সভাপতি আজম রুপু, ছাত্রনেতা রিয়াজুল ইসলাম রিহান প্রমুখ। বক্তারা বলেন, ডাকসুর দু’বারের ভিপি, ছাত্ররাজনীতির কিংবদন্তী,বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অবিসংবাদিত নেতা, তৃতীয় রাজনৈতিক শক্তি গড়ে তোলার অগ্রসৈনিক জননেতা মাহমুদুর রহমান মান্নাকে সরকার মিথ্যা অজুহাতে বিনা বিচারে, বিনা চিকিৎসায় দেড় বছর ধরে অন্যায়ভাবে কারাগারে আটক রেখেছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন