পাকিস্তানের রাষ্ট্রীয় সম্মাননা ‘প্রাইড অব পারফরম্যান্স অ্যাওয়ার্ড’ দেয়া হলো বিশ্বখ্যাত ইসলাম প্রচারক ও স্কলার মাওলানা তারিক জামিলকে। দেশটির প্রেসিডেন্ট ডা. আরিফ আলভি পাকিস্তান দিবসে এ সর্বোচ্চ সম্মাননা প্রদান করেন। মাওলানা তারিক জামিল ধর্মীয় ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় রাষ্ট্রীয় সম্মানে ভ‚ষিত হয়েছেন। পাকিস্তান দিবসে মাওলানা জামিল ছাড়াও ‘প্রাইড অব পারফরম্যান্স অ্যাওয়ার্ড’ পেয়েছেন হুমায়ুন সাইদ, সাকিনা সামো ও শিল্পী আলী জাফর প্রমুখ। আর প্রখ্যাত অভিনেত্রী বুশরা আনসারী ও অভিনেতা তালাত হুসাইন সিতারা-ই-ইমতিয়াজ পুরস্কার পেয়েছেন। আরও পুরস্কার পেয়েছেন চিত্রশিল্পী সাদকায়েন নকভি, শিল্পী আবিদ পারভিনসহ অনেকে। পাকিস্তানের পাঞ্জাবে জন্ম নেয়া মাওলানা তারিক জামিল মেডিকেলে পড়ার সময় এক বাঙালি ডাক্তারের দাওয়াতে তাবলিগ জামায়াতের সাথে সম্পৃক্ত হন। পাকিস্তান সরকার শিল্প-সাহিত্য, খেলাধুলা, বিজ্ঞান ও শিক্ষা ক্ষেত্রে অবদানের স্বীকৃতির হিসেবে এই সম্মাননা প্রদান করে। জিও নিউজ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন