রাজশাহী ব্যুরো : নগরীর হড়গ্রাম এলাকার একটি পুকুর থেকে গতকাল সকালে দুই শিশুর লাশ উদ্ধার করেছে এলাকাবাসী। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এ ঘটনায় হড়গ্রাম পূর্বপাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসীর ধারণা কৌতূহল বশত বাড়ির পাশে পুকুরে গোসল করতে গিয়ে হয়তো তারা ডুবে মারা গেছে। নিহত ওই শিশুরা হলো, ওই এলাকার আবু সাইদের সাড়ে চার বছরের ছেলে কুরাইশ এবং জহির উদ্দিনের ৫ বছরের মেয়ে বৈশাখী। নিহত দুই শিশুর পরিবারের সদস্যরা জানান, সকাল আটটার দিকে বাড়ির পাশে খেলছিল দুই শিশু কুরাইশ ও বৈশাখী। এরপর তাদের আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। শেষে সকাল নয়টার দিকে অনেক খোঁজাখুঁজির পরে বাড়ির পাশে একটি পুকুরে তাদের দুজনের লাশ ভেসে উঠলে দ্রæত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন