শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

লালপুরে হেফাজতের হরতালের প্রতিবাদে আ.লীগের অবস্থান

লালপুর (নাটোর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০২১, ৫:৩৯ পিএম

বাংলাদেশ হেফাজত ইসলামের দিন ব্যাপি ডাকা হরতালের প্রতিবাদ জানিয়ে নাটোরের লালপুরে অবস্থান কর্মসূচী পালন করেছে উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রবিবার (২৮ মার্চ) সকাল থেকে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে হরতাল ও হেফাজতের নাশকতামূলক কর্মকান্ড বিরুদ্ধে উপজেলা আওয়ামী লীগের পাটি অফিসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান কর্মসূচী পালন করে নেতাকর্মীরা।
হরতাল বিরোধী অবস্থান কর্মসূচীতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফুর সভপতিত্বে অংশনেন নাটোর-১ আসনের সাবেক সাংসদ ও নাটোর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাড. আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলীসহ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Jack Ali ২৮ মার্চ, ২০২১, ৬:০৬ পিএম says : 0
Awami League enemy of Allah.. They are fighting Allah.. The punishment of these traitor Is: সুরা আল-মাইদাহ: আয়াত:5:33 নিশ্চয়ই আল্লাহ ও তাঁর রসূলের সাথে সংগ্রাম করে এবং দেশে হাঙ্গামা সৃষ্টি করতে সচেষ্ট হয়, তাদের শাস্তি হচ্ছে এই যে, তাদেরকে হত্যা করা হবে অথবা শূলীতে চড়ানো হবে অথবা তাদের হস্তপদসমূহ বিপরীত দিক থেকে কেটে দেয়া হবে অথবা দেশ থেকে বহিষ্কার করা হবে। এটি হল তাদের জন্য পার্থিব লাঞ্ছনা আর পরকালে তাদের জন্যে রয়েছে কঠোর শাস্তি।
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন