বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মৌচাক ও মাদানীনগরে ৪ বাস-ট্রাক-পিকআপে আগুন

ইনকিলাব অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০২১, ৯:৪৪ পিএম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১টি বাস ও ৩টি ট্রাকে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা। রবিবার সন্ধ্যা ৬টার দিকে সিদ্ধিরগঞ্জের মৌচাক ও মাদানীনগর এলাকায় পৃথকভাবে গাড়িগুলোতে আগুন দেয়া হয়। দিনভর বিক্ষোভ সংঘর্ষে ৬ জন গুলিবিদ্ধসহ ২০ জন আহত হয়েছেন।

এসময় শফিকুল ইসলাম (৬৭), শাকিল (৩২) ও শাহাদৎ (৩৫)সহ 6 Rb ¸wjwe× nq| সরেজমিনে গিয়ে দেখা যায়, বিজিবি, র‌্যাব ও পুলিশ যৌথভাবে অ্যাকশানে নেওয়ার পর মহাসড়কে যানবাহন চলাচল শুরু করলে হরতাল সমর্থকসহ বহিরাগতরা এ আগুন দেয়। প্রত্যক্ষদর্শী বাবলু জানান, সন্ধ্যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শত রাউন্ড গুলির আওয়াজ শোনা যায়। এরই মধ্যে গাড়িগুলোতে আগুন দেয় পিকেটাররা। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, বাসে আগুন লাগানোর ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন