বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

গভীর রাতে গুঁড়িয়ে দেয়া হলো মীরসরাই বিএনপি কার্যালয়

প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : চট্টগ্রামের মীরসরাইতে অবশেষে গভীর রাতে গুঁড়িয়ে দেয়া হলো উপজেলা বিএনপি যুবদল ও ছাত্রদলের উপজেলা কার্যালয়। গতকাল মঙ্গলবার গভীর রাতে ড্রেজার দিয়ে উপজেলা সদরে অবস্থিত দ্বিতল ভবনের নিচতলার দেয়ালগুলো গুঁড়িয়ে দেয়া হয়। গেট, দরজা, জানালা, সাইনবোর্ড সবই ভেঙে ফেলা হয়। মীরসরাই উপজেলা বিএনপির আহŸায়ক নুরুল আমিন এ বিষয়ে গভীর উদ্ধেগ প্রকাশ করে সরকারি দলকে দায়ী করে এর জন্য শীঘ্রই প্রতিবাদ ও প্রতিরোধ কর্মসূচির ঘোষণা দেন।
মীরসরাই উপজেলা বিএনপির আহŸায়ক নুরুল আমিন এবং সদস্য সচিব সালাউদ্দিন সেলিম ও যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দগন স্থানীয় সাংবাদিকদের জানান সোমবার দিবাগত রাত আনুমানিক ২টা থেকে মিরসরাই উপজেলা প্রাঙ্গন এলাকায় অবস্থিত উপজেলা বিএনপির দ্বিতল বিশিষ্ট কার্যালয়টি ড্রেজার দ্বারা মীরসরাই পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি গিয়াস উদ্দিন ভেঙ্গে ফেলে। বিএনপি নেতৃবৃন্দ লিখিত ও মৌখিক বক্তব্যে জানান ১৯৮০ সাল থেকে এই স্থানে মীরসরাই উপজেলা বিএনপি কার্যালয়। যা পর্যায়ক্রমে তৎকালীন ইউনিয়ন পরিষদ থেকে রেজুলেশান এর মাধ্যমে আমরা জায়গা ভাড়া নিয়ে অফিস ঘর নির্মান করি। তৎকালীন ইউপি চেয়ারম্যান নওশা মিয়া ও পরবর্তিতে জাফর চৌধুরীর কাছ থেকে নেয়া আমার সকল ভাড়া ও পরিশোধ করা। ২০০১ সালে ২০ লক্ষ টাকা ব্যায়ে ৩তলা ফাউন্ডেশান দিয়ে দ্বিতল ভবন করা হয়। আমাদের উচ্ছেদের পাঁয়তারা শুরু হলে এই বিষয়ে চট্টগ্রামের জর্জকোর্টে আমাদের দায়ের করা মামলা নং ১৭৫/২০১৪ করা হয় । যা বর্তমানে চলমান। এই বিষয়ে বিএনপির দেয়া বক্তব্যে অভিযুক্ত মীরসরাই পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি গিয়াস উদ্দিন এর কাছে জানতে চাইলে তিনি বলেন বিএনপির উক্ত কার্যালয়টি সাবেক মেয়র এম শাহজাহান এর সময় থেকে ভেঙে ফেলার বিষয়টি প্রক্রিয়াধীন ছিল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন