বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নাশকতার মামলায় নিপুণ রায় চৌধুরী রিমান্ডে

ইনকিলাব অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০২১, ৫:৩০ পিএম | আপডেট : ৫:৩৩ পিএম, ২৯ মার্চ, ২০২১

বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও দক্ষিণ কেরানীগঞ্জ বিএনপির সভাপতি নিপুণ রায় চৌধুরীকে বাসে আগুন দেয়া ও নাশকতার পরিকল্পনার অভিযোগে করা মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় রাজধানীর হাজারিবাগ থানায় করা মামলায় তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে রবিবার বিকেলে রাজধানীর রায়েরবাজারের নিজ বাসা থেকে হেফাজতের ডাকা হরতালে সহিংসতা সৃষ্টির প্ররোচণা দেওয়ার অভিযোগে নিপুণ রায়কে গ্রেফতার করে র‍্যাব। সম্প্রতি একটি অডিও ক্লিপে নিপুণ বিএনপি নেতাদের যানবাহনে আগুন ধরানোর নির্দেশ দিচ্ছেন এমনটা শোনা যায়।

ৠাব সদর দফতর জানিয়েছে, নিপুণ রায় চৌধুরী রবিবার হেফাজতের হরতালে তার দলীয় ক্যাডারদের গাড়ি পোড়ানোর নির্দেশনা দেন। নাশকতার নির্দেশদাতা হিসেবে রবিবার বিকেলে তাকে গ্রেফতার করা হয়েছে। এর আগে নিপুণ রায়ের নির্দেশনা পালনকারী কেরানীগঞ্জের স্থানীয় বিএনপি নেতা আরমান, খোরশেদ ও শাহীনকে গ্রেফতার করে র‍্যাব।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (5)
Habib ২৯ মার্চ, ২০২১, ১১:৩২ পিএম says : 0
ভূয়া মামলা। অবিলম্বে মুক্তি চাই।
Total Reply(0)
Kader sheikh ২৯ মার্চ, ২০২১, ১১:৩২ পিএম says : 0
উস্কানি দেওয়া এবং হকুম দাতাকে ছাড় দেওয়া ঠিক হবেনা।
Total Reply(0)
Neamat Ullah ২৯ মার্চ, ২০২১, ১১:৩৩ পিএম says : 0
ঘৃনা ও নিন্দা জানাচ্ছি।
Total Reply(0)
Yusuf samin ২৯ মার্চ, ২০২১, ১১:৩৬ পিএম says : 0
নিপুন রায় যদি বাসে আগুন দেওয়ার হুকুম দিয়ে থাকে এগুলো মিডিয়ার চোখে পড়েছে তাহলে সাধারন মানুষের উপর গুলি চালাতে কে বলছে এগুলো মিডিয়ার চোখে পড়ে না
Total Reply(0)
Jaker ali ২৯ মার্চ, ২০২১, ১১:৩৭ পিএম says : 0
এটা সরকারের কারসাজি, সবাই জানে। আমরা বোকা নই.. অনেক দেখেছি এ নাটক
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন