শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

রাজাপুরে সাবেক পুলিশ কর্মকর্তার বাড়িতে ‘পুলিশ পরিচয়ে’ ডাকাতি

প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

রাজাপুর (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা : ঝালকাঠির রাজাপুরের চাড়াখালি গ্রামে শাহজাহান তালুকদার নামে এক সাবেক এএসআই’র বাড়িতে পুলিশ পরিচয়ে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার গভীর রাতে এ ঘটনায় ডাকাতরা ৭৯ হাজার টাকা, রুপা ও স্বর্ণালঙ্কারসহ ১০ লক্ষাধিক টাকার মালপত্র লুটে নেয়া বলে দাবি ওই সাবেক পুলিশ কর্মকর্তার। সাবেক এএসআই গৃহকর্তা শাহজাহান তালুকদার সাংবাদিকদের কাছে অভিযোগ করে জানান, ঘরের জানালার গ্রীল কেটে গভীর রাতে ৬/৭ জনের মুখোশধারী একদল ডাকাত ঘরে ডুকে এরপর ঘরের ভেতরের দরজা ভেঙে ডাকাতরা নিজেদের থানার লোক বলে শাহজাহানসহ ঘরের সবাইকে চুপ থাকতে বলে এবং ডাকাতরা ঘরে তল্লাশি স্টাইলে ঘরে থাকা ৭৯ হাজার টাকা, ৩ ভরি রূপা ও প্রায় ১০ ভরি স্বর্ণালংকারসহ ঘরের সর্বস্ব লুট করে নেয়। বাঁধা দিতে চাইলে গৃহকর্তাসহ ঘরের সবাইকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে একটি কক্ষে আটকে রাখে। পরে তাদের ডাক-চিৎকারে স্থানীয়রা তাদের উদ্ধার করে। রাজাপুর ওসি/তদন্ত হারুন অর রশিদ জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন