শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কলারোয়ার বহুল আলোচিত খাদ্য গুদাম কর্মকর্তাকে বদলী

প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কলারোয়া (সাতক্ষীরা) উপজেলা সংবাদদাতা : গতকাল মঙ্গলবার বিকালে মাহমুদুল হাসান নামে নতুন খাদ্য গুদাম কর্মকর্তা কলারোয়ায় যোগদান করার পরে কলারোয়ার বহুল আলোচিত দূর্ণীতিবাজ খাদ্য গুদাম কর্মকর্তা আবু বকর সিদ্দিকের বদলীর বিষয় ফাঁস হয়ে পড়েছে। জানা গেছে, কলারোয়ায় বস্তা প্রতি ১কেজি ধল এবং ৬০ টাকা ঘুষ নিয়ে ধান ক্রয় এবং সামান্য টাকার বিনিময়ে কৃষকের কৃষি কার্ড নিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে ধান কেনার বিষয়ে ইনকিলাব সহ একাধিক স্থানীয় পত্রিকায় কয়েকটি সংবাদ প্রকাশিত হয়। এপর্যায়ে কৃষকদের স্বার্থ হানিতে ক্ষুব্ধ কলারোয়া-তালার এমপি এ্যাড মুস্তফা লুৎফুল্যাহ দূর্ণীতিবাজ খাদ্য গুদাম কর্মকর্তা আবু বকর সিদ্দিককে প্রত্যাহারের জন্য খাদ্য মন্ত্রণালয়ে ডিও লেটার প্রদান করেন। এঘটনায় সম্প্রতি উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে খুলনা আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আবু বকর সিদ্দিককে জনস্বার্থে ঝিনাইদা জেলার শৈলকুপা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে বদলী করেন এবং খুলনা সিএসডি থেকে খাদ্য পরিদর্শক মাহমুদুল হাসানকে কলারোয়ার খাদ্য গুদাম কর্মকর্তা হিসাবে যোগদানের নির্দেশ প্রদান করেন। কিন্তু দূর্ণীতির সহযোগী উপজেলা ও জেলা খাদ্য নিয়ন্ত্রক বিষয়টি এতদিন সাংবাদিকদের কাছে এড়িয়ে যায়। গতকাল মঙ্গলবার নতুন খাদ্য গুদাম কর্মকর্তা যোগদানের পর দূর্ণীতিবাজ গুদাম কর্মকর্তা আবু বকর সিদ্দিকের বদলী বিষয় জনসমক্ষে ফাস হয়ে পড়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন