রাজশাহী ব্যুরো : রাজশাহীতে জামায়াত-শিবিরের ১০ কর্মীসহ ৪০ জনকে আটক করেছে পুলিশ। গতকাল দুপুরে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও রাজপাড়া জোনের সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, মহানগরীর বোয়ালিয়া মডেল থানা ১৩ জন, রাজপাড়া থানা ৭ জন, মতিহার থানা ১৭ জন, শাহ মখদুম থানা ২ জন এবং ডিবি পুলিশ ১ জনকে আটক করেছে। আটক জামায়াত কর্মীরা হলেনÑ মহানগরীর শ্যামপুর মধ্যপাড়া এলাকার ডা. রব্বানী (৬০), ইউসুফ আলী (৩০), রানা (৩০), নতুন বুধপাড়া এলাকার মিজানুর রহমান (৩২)। শিবির কর্মীরা হলেনÑ চর শ্যামপুর এলাকার সুজন (২৭), আজিজুল হাকিম ওরফে রাজিব (২০), কাজলা এলাকার রকি (২২), দেওয়ানপাড়া এলাকার রাব্বিল (২২), তার ভাই জনি (১৯) ও একই এলাকার আতিকুল (২৪)। জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন