শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বিধবার সাদা শাড়ি ছেড়ে লাল শাড়ি

প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

এস কে এম নুর হোসেন, পটিয়া থেকে : ৪ সন্তানের জননীর সাথে প্রেম করে অতঃপর বিয়ের পিঁড়িতে বসেছে মল্লিক দাশ (২৮)। প্রেমিকা টিংকু দাশ (২৮) ৪ সন্তানের জননী হলেও সে এখন বিধবার সাদা শাড়ি ছেড়ে পরেছে নববধূর লাল শাড়ি। স্বামী মারা যাওয়ার পর মল্লিক দাশ টিংকু দাশের সাথে প্রেমে জড়িয়ে অবৈধ সম্পর্ক গড়ে তুললে স্থানীয় প্রতিবেশীরা অসামাজিক কাজে লিপ্ত দেখে তাদের আটক করে দু’জনকে বিয়ের পিঁড়িতে বসায়। রোমাঞ্চকর এ ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের অলির হাটস্থ সর্দারপাড়া এলাকায়। গতকাল মঙ্গলবার তাদের বিয়ে সম্পন্ন হয়েছে।
জানা যায়, টিংকু দাশের স্বামী স্থানীয় গৌরাঙ্গ সর্দারের পুত্র বরুণ সর্দার বিগত দেড় বছর পূর্বে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। সনাতনী ধর্মমতে দ্বিতীয় বিয়ে করার কোনো সুযোগ নেই। এর মধ্যে টিংকু দাশের তিন মেয়ে ও এক ছেলে রয়েছে। এদিকে গত ৬ মাস যাবৎ মল্লিক দাশ টিংকু দাশের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে উভয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। প্রতিবেশী লোকজন তাদের এ সম্পর্ক আঁচ করতে পেরে গত ২ সেপ্টেম্বর তাদের পাহারা দিয়ে রাত ২টার দিকে উভয়কে অসামাজিক কর্মে লিপ্ত থাকাবস্থায় প্রতিবেশী লোকজন তাদের ধৃত করে। পরে পাড়া-প্রতিবেশীর লোকজনের পরামর্শমতে উভয়ে বিয়েতে রাজি হলে গতকাল মঙ্গলবার চট্টগ্রাম প্রথম শ্রেণীর হাকিমের আদালতে হলফনামা সম্পাদনের মাধ্যমে বিয়ে সম্পন্ন হয়। রোমঞ্চকর বিয়ের এ ঘটনাটি এলাকায় মুখরোচক ঘটনায় পরিণত হয়েছে।
বর মল্লিক দাশ জানান, ‘আমরা স্বামী-স্ত্রী এখন সুন্দর দাম্পত্য জীবন গড়ে তুলতে এগিয়ে যাচ্ছি। আমরা সকলের আশীর্বাদ কামনা করছি।’
কচুয়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান বাবু জানান, ‘অসামাজিক কর্মকাÐে লিপ্ত দেখে এলাকার সাধারণ মানুষ তাদের হাতেনাতে ধরে ফেলে। পরে দু’জন রাজি হলে তাদের মধ্যে বিয়ে সম্পন্ন হয়েছে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন