রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১, ০৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

পুঠিয়ায় থেমে থাকা বাসে আগুন

পুঠিয়া (রাজশাহী) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০২১, ১২:০২ এএম

পুঠিয়ায় থেমে থাকা যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত্রি সাড়ে ৮টায় পুঠিয়া পৌরসদরের রাজবাড়ি সংলগ্ন লস্করপুর ডিগ্রী কলেজের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। এসময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে এলাকাবাসী পুঠিয়া ফায়ার সার্ভিকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, গত সোমবার খান এন্টারপ্রাইজ (রাজ মেট্রো-জ-১১০০৮৮) নামের যাত্রীবাহী বাসটি তার ভাড়ার টিপ শেষ করে উক্ত স্থানে গ্যারেজ করে ড্রাইভার নূরুল হুদা লাড্ডু। এর পর থেকে বাসটি সেখানেই ছিলো। এ ব্যাপারে পুঠিয়া ফায়ারসার্ভিস ইনর্চাজ মখলেছুর রহমান জানান, বাসটির ব্যাটারীর শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত। পরে পুরো বাসে তা ছড়িয়ে পড়ে। এতে বাসটির ভিতরের অংশ সম্পূর্ণ পুড়ে যায়। আমরা খবর পেয়ে দ্রæত এসে বাসটির আগুন নিয়ন্ত্রণে আনি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন