নারায়ণগঞ্জে হেফাজতের মামলার আসামি করা হয়েছে বিএনপির এক মৃত নেতাকে। ওই নেতার নাম আলী হোসেন প্রধান। তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির যুগ্ম আহবায়ক ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। আলী জালকুড়ি মাইজপাড়ার মৃত আলমাছ প্রধানের ছেলে।
জানা যায়, ২০১৬ সালের ২৪ ডিসেম্বর নারায়ণগঞ্জ কারাগারে মারা যান আলী হোসেন প্রধান। ওই বছর ৩ নভেম্বর একটি রাজনৈতিক মামলার গ্রেফতার হন তিনি। বিএনপির এ নেতা মারা যাওয়ার চার বছর পর গত সোমবার রাতে সিদ্ধিরগঞ্জ থানার একটি নাশকতা মামলার আসামি হয়েছেন তিনি। হেফাজতের ডাকা হরতালে আলী হোসেনের বিরুদ্ধে নাশকতা মামলা দায়ের করেন পুলিশ। মৃত ব্যক্তির বিরুদ্ধে দায়ের করা নাশকতা মামলার খবর প্রকাশ হওয়ার পর নারায়ণগঞ্জে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন