শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কক্সবাজার সৈকত এখন পর্যটক শূন্য

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০২১, ৫:৪০ পিএম

গত বছর এপ্রিল মাসে করোনা ভাইরাস মারাত্মক আকার ধারণ করলে লকডাউন দেয়া হয়েছিল। ওই সময় ভ্রমণ কড়াকড়ি করা হয়েছিল কক্সবাজার সৈকত এলাকায়। তখন সৈকত এলাকা হয়ে পড়েছিল পর্যটক শূন্য।

করোনার ২য় ঢেউএ এবার এখনো লকডাউন ঘোষণা করা না হলেও কক্সবাজার সৈকতসহ পর্যটন এলাকা ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছে। এতে সৈকতসহ পর্যটন এলাকা হয়েপড়েছে পর্যটক শূন্য।
(আজ) ১ লা এপ্রিল বিকেলে কক্সবাজার সৈকতের লাবনী পয়েন্টে গিয়ে এই দৃশ্য দেখা গেছে।

দুই দিন আগেও যেখানে ছিল লাখো পর্যরটকে পদচারণা। এটি যেন অবিশ্বাস্য দৃশ্য!

এদিকে কক্সবাজার এর হোটেল মোটেল জোনে খবর নিয়ে জানা গেছে, পর্যটন এলাকায় ভ্রমণে এখনো নিষেধাজ্ঞা দেয়া হয়নি। তবে পর্যটক ৫০ ভাগ সীমিত করণের নির্দেশনা দিয়ে পর্যটকদের কক্সবাজার ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন