বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সড়কে প্রাণহানি ৭

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০২১, ১২:০৭ এএম

সড়ক দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে। গতকাল পৃথক পৃথকভাবে ছয় জেলায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে মাদারীপুরে ২, ঢাকা, সিলেট, বান্দরবান, নাটোর ও বাগেরহাটে একজন করে।
ঢাকা : পদ্মা সেতু দেখে বন্ধুদের সঙ্গে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় জুবায়ের হোসেন জুয়েল নামে ঢাকা কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। গত বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। সেখানে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত জুবায়ের ঢাকা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। নিহত জুবায়েরের ভাই মোহাম্মদ রাসেল বলেন, ‘জুবায়ের ও তার দুই বন্ধু মোটরসাইকেলযোগে বুধবার পদ্মা সেতু দেখতে গিয়েছিল। রাতে ফেরার পথে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা লাগে। এতে জুবায়ের গুরুতর আহত হয়। পরে তার বন্ধুরা তাকে ঢামেকে নিয়ে যায়। তারা আমাদের বিষয়টি জানালে হাসপাতালে গিয়ে জানতে পারি- জুবায়ের আর নেই।’
মাদারীপুর : ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের কালকিনি উপজেলার পান্তাপাড়া এলাকায় তেলবাহি লরির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। গতকাল বিকেল ৪টার দিকে এই দুঘর্টনা ঘটে। এতে ঢাকা-বরিশাল মহাসড়ক প্রায় দেড় ঘন্টা অবরোধ করে রাখে বিক্ষুব্দ জনতা। নিহতরা হলেন, মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর গ্রামের মিন্টু গাজীর ছেলে আরাফাত গাজী (২২) ও বরিশালের আগৈলঝাড়া উপজেলার টরকী এলাকার আলা উদ্দিন ফকিরের ছেলে তুহিন ফকির (২৫)। এরা সর্ম্পকে খালাতো-মামাতে ভাই হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
বালাগঞ্জ (সিলেট) : সিলেটের ওসমানীনগরে বিআরটিসির যাত্রীবাহী বাসের সাথে ধাক্কা লেগে সিএনজি চালিত অটোরিকশা উল্টে যাওয়ায় স্থানীয় খসরুপুর গ্রামের এমদাদুর রহমান নামের এক ব্যক্তি নিহত এবং ৩ জন আহত হয়েছেন। গতকাল দুপুর দেড়টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের বেগমপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এসময় বিক্ষুব্ধ জনতা প্রায় ২ ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে এবং হাইওয়ে পুলিশের প্রতি ক্ষোভ প্রকাশ করে।
বান্দরবান : বান্দরবানের রুমা উপজেলায় বগালেক সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। গত বুধবার রাত সাড়ে ৯ টার দিকে রুমা বগালেক সড়কের মুনলাই পাড়ার নিকটবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম দুর্জয় বড়ুয়া (২৩)। সে বান্দরবান শহরের ৮ নম্বর ওয়ার্ডের হাফেজ ঘোনা এলাকার বাসিন্দা।
বড়াইগ্রাম (নাটোর) : নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় শাহীন হোসেন (৩৫) নামের এক ট্রাক হেলপার নিহত হয়েছেন। গতকাল বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহীন যশোর জেলার শার্শা উপজেলার বসতপুর গ্রামের ফারুক হোসেনের ছেলে।
বনপাড়া হাইওয়ে থানা সূত্রে জানা যায়, ঢাকা থেকে নাটোরগামী একটি ট্রাক লাথুরিয়া এলাকায় মহাসড়কের পাশে বিকল হয়ে পড়ে। এ সময় হেলপার ট্রাকের পেছনে গিয়ে মেরামতের চেষ্টা করছিলেন। এ অবস্থায় আরেকটি ট্রাক পেছন দিক থেকে এসে দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দেয়। এতে শাহীন ঘটনাস্থলেই মারা যান।
বাগেরহাট : বাগেরহাটের সাইনবোর্ড-বগি আঞ্চলিক মহাসড়কে ইজিবাইক ও ইমা পরিবহনের মুখমুখি সংঘর্ষে রুস্তুম শিকদার নামে(৫৮) নামে এক যাত্রী নিহত ও দুইজন আহত হয়েছে। গতকাল সকাল ৯টার দিকে সাইনবোর্ড-বগি আঞ্চলিক মহাসড়কের মোরেলগঞ্জ উপজেলার জোকা এলকায় এদুর্ঘটনা ঘটে। নিহত রুস্তুম শিকদার মোরেলগঞ্জ উপজেলার চিংড়াখালী গ্রামের মৃত হোচেন শিকদারের ছেলে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন