স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের ৭৩৬ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি দিয়েছে ছাত্রদল। সংগঠনের ১৫টি ইউনিট কমিটি ঘোষণা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবগুলো হলের আহŸায়ক কমিটিও ঘোষণা করা হয়। বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের অতীতের সকল কমিটির চেয়ে এবারের কমিটি সংখ্যায় ইতিহাস গড়েছে। ডানে-বামে তাকালে প্রায় সবাই নেতা। কমিটিতে স্থান পেয়ে গতকাল নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে উল্লাস প্রকাশ করেছেন নেতারা। অন্যদিকে ক্ষোভ-দুঃখও প্রকাশ করেছেন অনেকেই। সিনিয়র নেতাকে অবমূল্যায়ন করে অপেক্ষাকৃত জুনিয়রকে বসানো হয়েছে গুরুত্বপূর্ণ পদে। এতে করে কর্মের গতি বেগবান হওয়ার চেয়ে গতিহীন হবে বলে শঙ্কা প্রকাশ করেছেন অবমূল্যায়িতরা।
শনিবার রাতে সংগঠনের দফতর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারি স্বাক্ষরিত এক বিবৃতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাবির হলসমূহ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, ঢাকা কলেজ, তিতুমীর কলেজ, তেজগাঁও কলেজ, সরকারি কবি নজরুল কলেজ, সরকারি বাংলা কলেজ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, ঢাকা জেলার কমিটি ঘোষণার কথা জানানো হয়। এর মধ্যে ঢাকা কলেজ, তিতুমীর কলেজ, তেজগাঁও কলেজ, সরকারি কবি নজরুল কলেজ, সরকারি বাংলা কলেজকে কেন্দ্রীয় সংসদের অধীনে নেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়, ছাত্রদল কেন্দ্রীয় সংসদেও পূর্ণাঙ্গ কমিটি শনিবার রাতে অনুমোদন দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বাকি ইউনিটগুলোর কমিটি ছাত্রদলের সভাপতি সভাপতি রাজীব আহসান ও সাধারণ সম্পাদক মোঃ আকরামুল হাসান অনুমোদন করেন।
কেন্দ্রীয় সংসদ : সহ-সভাপতি ফেরদৌস আহমেদ মুন্না, তরিকুল ইসলাম টিটু, হাবিবুর রহমান সুমন, মোঃ কামরুজ্জামান, নুরুজ্জামান মুকিত লিংকন, সামসুজ্জোহা সুমন, মাহাবুবুল আলম আজম, সাহাবুদ্দিন মুন্না, শোয়াইব খন্দকার, আশরাফুর রহমান বাবু, রকিবুল ইসলাম রয়েল, গাজী মনিরুজ্জামান মানিক, জাকারিয়া আলম মামুন। তারা প্রায় সবাই ছিলেন বিদ্রোহী।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা : সভাপতি আল মেহেদী তালুকদার সি. সহ-সভাপতি তানভীর রেজা রুবেল, সাধারণ সম্পাদক আবুল বাসার সিদ্দিকী যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু তাহের।
ঢাবি হলসমূহ
মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল : আহŸায়ক মেহেদী হাসান সজীব, সদস্য সচিব সাব্বির হাসান সূর্য। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল : আহŸায়ক করিম প্রধান রনি ও সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রুবেল। হাজী মুহম্মদ মুহসীন হল : আহŸায়ক মোঃ মাহাবুব, সদস্য সচিব শফিকুল ইসলাম হাসান। কবি জসিমউদ্দীন হল : আহŸায়ক নিজাম উদ্দিন রিপন, সদস্য সচিব সোহেল রানা। মাস্টারদা সূর্যসেন হল : আহŸায়ক ওহিদুজ্জামান ওহিদ, সদস্য সচিব সাইফুদ্দিন সাইফ। সলিমুল্লাহ মুসলিম হল : আহŸায়ক হাবিবুল বাশার, সদস্য সচিব এস এম আবু জাফর। সার্জেন্ট জহুরুল হক হল : আহŸায়ক শ্যামল মালুম ও সদস্য সচিব আমান উল্লাহ আমান। স্যার এ. এফ. রহমান হল : আহŸায়ক মোঃ আক্তার হোসেন ও সদস্য সচিব মমিনুল ইসলাম জিসান। জগন্নাথ হল : আহŸায়ক সজীব মজুমদার ও সদস্য সচিব গণেশ চন্দ্র রায় সাহস। ফজলুল হক মুসলিম হল : আহŸায়ক মোঃ রাকিবুল ইসলাম রাকিব ও সদস্য সচিব মোঃ মাহের হোসেন। শহিদুল্লাহ হল : আহŸায়ক মির্জা গোলাম সাবরু ও সদস্য সচিব গোলাম কিবরিয়া। অমর একুশে হল : আহŸায়ক মারুফ এলাহী রনি ও সদস্য সচিব মঞ্জুরুল আলম রিয়াদ।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা : সভাপতি মোঃ রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক মোঃ আসিফুর রহমান বিপ্লব, সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সাদিক।
ঢাকা মহানগর উত্তর : (নির্বাচনী আসন ১১, ১২, ১৭ ও ১৮ আসন নিয়ে এই ইউনিট) সভাপতি মিজানুর রহমান রাজ; সাধারণ সম্পাদক সাজ্জাদ হাসেন রুবেল ও সাংগঠনিক সম্পাদক রাসেল বাবু। ঢাকা মহানগর দক্ষিণ : (নির্বাচনী আসন ৪, ৫, ৬, ৭) সভাপতি : জহির উদ্দিন তুহিন, সাধারণ সম্পাদক এমএ গাফফার ও সাংগঠনিক সম্পাদক শাকিল মোল্লা। ঢাকা মহানগর পূর্ব (নির্বাচনী আসন ৮, ৯, ১০) : সভাপতি খন্দকার এনামুল হক, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মানিক ও সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম নয়ন। ঢাকা মহানগর পশ্চিম : (নির্বাচনী আসন ১৩, ১৪, ১৫, ১৬) সভাপতি কামরুজ্জামান জুয়েল, সাধারণ সম্পাদক সাফায়াত রাব্বি আরাফাত ও সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ।
ঢাকা কলেজ শাখা : সভাপতি কাজী মাসুদ করিম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সজীব ও সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন। সরকারী তিতুমীর কলেজ : সভাপতি তসলিম আহসান মাসুম, সাধারণ সম্পাদক আমিনুল হক হিমেল, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম রানা। তেজগাঁও কলেজ : সভাপতি আমিনুল ইসলাম জাকির (গুম), সাধারণ সম্পাদক নাজমুল আহসান সোহেল, সাংগঠনিক সম্পাদক মাইন উদ্দিন আহমেদ জুয়েল। সরকারি কবি নজরুল কলেজ : সভাপতি দেলোয়ার হোসেন রিন্টু, সাধারণ সম্পাদক আরিফ হোসেন, সাংগঠনিক সম্পাদক সামিউল হাসান পলাশ। সরকারি বাংলা কলেজ : সভাপতি আইয়ুব আলী, সাধারণ সম্পাদক আবুল হাসান টিটো, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান রিপন। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় : সভাপতি শফিকুর রহমান নোবেল, সাধারণ সম্পাদক মোন্তাকিম উদদৌলা মার্শাল, সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ খালেদ ইমরান। বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা : সভাপতি মোঃ মোক্তাদির হোসেন তরু, সাধারণ সম্পাদক মাহাতাব উদ্দিন জিমি, সাংগঠনিক সম্পাদক অহিদুল ইসলাম অপু।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় : সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক আবদুর রহিম সৈকত, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম। ঢাকা জেলা শাখা: সভাপতি দেলোয়ার হোসেন মাসুম, সাধারণ সম্পাদক রেজাউল করিম জুয়েল ও সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহমেদ ফারুক।
জ্যেষ্ঠতা লঙ্ঘনের অভিযোগ : ছাত্রদলের গত কমিটিতে সদস্য ছিলেন এসএম মোশারেফ হোসেন মুশু। তাকে বর্তমান কমিটিতে সহ-বৃত্তি ও ছাত্রকল্যাণ সম্পাদক করা হয়েছে। মুশুর পাচ বছরের জুনিয়র (শিক্ষাবর্ষ-২০০৪) আলাউদ্দিন তাকেও করা হয়েছে সহ-সম্পাদক। মাহমুদুল হাসান রঞ্জু কোন পদেই ছিলেন না তাকে করা হয়েছে কৃষি বিষয়ক সম্পাদক। অতীতের পদবিহীন রফিকুল হাসান হাওলাদারকে সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে। ঘোষিত পুরো কমিটিতেই রয়েছে নানান অসঙ্গতি। সংগঠনের স্বার্থেই অবিলম্বে অসঙ্গতি দূর করার দাবি জানিয়েছেন অবমূল্যায়িতরা।
দলীয় কার্যালয়ের সামনে উল্লাস : গতকাল সকাল থেকে কার্যালয়ে সামনে অবস্থান নিয়ে উল্লাস করেছেন কমিটিতে স্থান পাওয়া নেতারা। বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আনন্দ মিছিল করেছে ছাত্রদল। এ সময় ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় নতুন কমিটির নেতাদেরকে।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবুল বাসার সিদ্দিকী বলেন, দীর্ঘদিন পর হলেও কমিটি হওয়ায় কাজের গতি অনেক বেড়ে যাবে। সরকার বিরোধী আন্দোলনে নতুন কমিটির নেতারা জোরালো ভ‚মিকা রাখবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি করিম সরকার বলেন, কিছুটা অসঙ্গতি থাকলেও ভাল কমিটি হয়েছে। আশা করি, আন্দোলন এবার সফলতার মুখ দেখবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন