শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

রাজশাহীতে গরু মোটাতাজাকরণ কারখানা সিলগালা

প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

রাজশাহী ব্যুরো : নগরীর বালিয়াপুকুর এলাকায় ‘ফাস্ট এগ্রোভেট’ নামক কোম্পানিতে নকল ঔষধ তৈরির অভিযোগে গতকাল বিকেলে ডিবি পুলিশ অভিযান চালিয়ে দু’জনকে আটক ও ফ্যাক্টরি সিলগালা করে দিয়েছে। আটক দু’জনকে কারাদ-সহ এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। কারখানাটির মালিকের নাম সেলিম মিয়া (৪০)। তাকে তিন মাসের কারাদ- দেয়া হয়েছে। আর কেমিস্ট আবুল কালামকে (৩৫) কারাদ- দেয়া হয়েছে এক মাস। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ জামান এ আদেশ দিয়েছেন। রাজশাহী নগর গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী কমিশনার সুশান্ত চন্দ্র রায় জানান, সেলিম মিয়ার বাড়ি জামালপুরে। ২০০৬ সালের দিকে তিনি রাজশাহীতে এই কারখানা গড়ে তোলেন। সেখানে গরু মোটাতাজাকরণের নকল ওষুধ তৈরি করা হতো। এরপর প্যাকেটে বিদেশি ওষুধের লেভেল লাগিয়ে সেগুলো বাজারজাত করা হতো। গোপন সংবাদের ভিত্তিতেই ডিবি পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানে এসবের সত্যতা পাওয়া যায়। এ সময় কারখানাটির বৈধ কোনো কাগজপত্রও দেখাতে পারেনি কর্তৃপক্ষ। এজন্য কারখানার মালিক ও কেমিস্টকে আটক করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ জামান তাদের কারাদ- দেন। পাশাপাশি কারখানা মালিকের কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়। আর সিলগালা কওে দেয়া হয় কারখানাটি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন