বাবা-মাকে চেতনানাশক দ্রব্য খাইয়ে অচেতন করে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে বরিশালের আগৈলঝাড়া থানায় একটি মামলা দায়ের হয়েছে। স্থানীয়রা অচেতন অবস্থায় পিতা-মাতাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধারের জন্য পুলিশের অভিযান চলছে।
স্থানীয় ও মামলা সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার বাশাইল গ্রামের শহীদ মৃধার কন্যা ও বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রীকে পার্শ্ববর্তী মাগুরা গ্রামের হারুন শিকদারের পুত্র আবির শিকদার দীর্ঘদিন থেকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলো। এ ঘটনায় বখাটে আবিরের পরিবারের কাছে বিচার দিলে সে আরও ক্ষিপ্ত হয়।
গত মঙ্গলবার রাতে ওই ছাত্রীর বাবা শহিদুল মৃধা ও মা বিলকিস বেগমকে কৌশলে খাবারের সাথে চেতনানাশক দ্রব্য খাইয়ে অচেতন করে স্কুলছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়।
আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, স্কুলছাত্রীকে অপহরণের ঘটনায় গত বৃহস্পতিবার দুপুরে তার মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। অপহৃতকে উদ্ধার ও আসামিকে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন