শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

রাবিতে স্বর্ণপদক পাচ্ছেন ৬৮ শিক্ষার্থী

প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

রাবি রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের ৬৮ জন কৃতী শিক্ষার্থীকে স্বর্ণপদক এবং সনদ প্রদান করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মুহম্মদ মিজানউদ্দিনের সভাপতিত্বে ২১ সদস্য বিশিষ্ট ‘বিভিন্ন পুরস্কার (স্বর্ণপদক, বৃত্তি, এককালীন অনুদান) সংক্রান্ত স্থায়ী কমিটি’র ৪১তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার উপ রেজিস্ট্রার এ এইচ এম আসলাম হোসেন বলেন, আগামী ২১ সেপ্টেম্বর বুধবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপির উপস্থিতিতে ৬৮ জন কৃতী শিক্ষার্থীকে স্বর্ণপদক ও সনদ প্রদান করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন