নেছারাবাদে ডিজিটাল নিরাপত্তা আইনে গত বৃহস্পতিবার মিজানুর রহমান সিকদার ওরফে হাতকাটা মিজানকে গ্রেফতার করেছে পুলিশ। প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও বিকৃত ছবি তৈরি করে ফেসবুকে প্রচার করার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। পরে রাতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে গতকাল তাকে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।
মিজান উপজেলার আরামকাঠী গ্রামের বজলুর রহমান সিকদারের ছেলে। সে পেশায় একজন ব্যবসায়ী। মিজান বিএনপির কোন পদে না থাকলেও সরকারের বিরুদ্ধে সর্বদা উস্কানিমূলক ফেসবুক পোস্ট দিতেন নিজের আইডিতে। তার অব্যাহত বিকৃত পোস্টগুলো স্থানীয়দের নজরে আসলে তা প্রশাসনকে জানানো হয়। পুলিশ খবর পেয়ে ইদিলকাঠি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
নেছারাবাদ থানার ওসি আবীর মোহাম্মদ হোসেন বলেন, আসামি মিজান পুলিশের উপস্থিতি টের পেয়ে এলাকা থেকে পালানোর চেষ্টা করে। বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়। ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলা রুজু করে তাকে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন