স্টাফ রিপোর্টার : রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অবৈধ ট্রাকস্ট্যান্ড উচ্ছেদ কাজে বাধা দেওয়ায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫১নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান হাবুকে বরখাস্ত করা হয়েছে। গতকাল বুধবার স্থানীয় সরকার মন্ত্রণালয় এই বরখাস্তের আদেশ দেন। দক্ষিণ সিটির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় ইনকিলাবকে বিষয়টি জানান। গত ১ সেপ্টেম্বর যাত্রাবাড়ী এলাকায় অবৈধ ট্রাক স্ট্যান্ড উচ্ছেদ করতে গেলে ম্যাজিস্ট্রেটকে লাঞ্ছিত করেন কাউন্সিলর হাবিবুর রহমান হাবু ও তার লোকজন। বিষয়টি মেয়র সাঈদ খোকনের দৃষ্টি আকর্ষণ করা হয়। এরপর মেয়র বিষয়টি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাছে প্রেরণ করলে গতকাল বুধবার তাকে বরখাস্ত করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন