শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বগুড়ায় ছুরিকাহত পুলিশের এস আই রবিউল

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০২১, ৯:৫১ এএম

বগুড়ায় রবিউল ইসলাম (৩০) নামে পুলিশের এক এস আই ছুরিকাহত হয়েছেন । শুক্রবার রাতে এই ছুরিকাহতের

ঘটনায় রক্তাক্ত অবস্থায় তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে । চিকিৎসকরা জানিয়েছেন এস আই রবিউলের শারীরীক অবস্থা সম্পুর্ণ স্থিতিশীল ও তিনি আশংকা মুক্ত ।
কোথায় কেন কিভাবে তিনি ছুরিকাহত হলেন জানতে চাইলে বগুড়া স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির এস আই জাহাঙ্গীর আলম জানান, শুক্রবার রাত ৮টার দিকে রবিউল বগুড়া সরকারি আজিজুল হক কলেজের বিজ্ঞান ভবনের কাছে ৪/৫ জন দুর্বৃত্তের হামলার শিকার হন। হামলাকারীরা তার মুখে ছুরিকাঘাত করে সটকে পড়ে। ঘটনার পরপরই আশে পাশের লোকজন তাকে উদ্ধার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় ।
একজন উর্দ্ধতন কর্মকর্তা জানান, ওই সময় রবিউল অন ডিউটি ছিলেন না । তিনি হাঁটাহাটির জন্য ওখানে গিয়েছিলেন।
তবে ঠিক কি কারনে এই হামলা এবং কারা ওই হামলায় জড়িত রবিউলও তা বলতে পারেননি ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন