একাদশ জাতীয় সংসদে বিরোধী দলীয় হুইপ হিসেবে সংরক্ষিত আসনের এমপি ব্যারিস্টার রুমিন ফারহানাকে মনোনয়ন দিয়েছে বিএনপি। শনিবার (০৩ মার্চ) তার নাম এই পদের জন্য জাতীয় সংসদের স্পিকারের কাছে প্রস্তাব করে দলটি। ব্যারিস্টার রুমিন নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রীর পরামর্শে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন স্পিকার।
রুমিন ফারহানা বলেন, দল আমার প্রতি আস্থা রেখে হুইপ হিসেবে আমার নাম প্রস্তাব করেছে। আমি নিয়োগ পেলে চেষ্টা করবো দলের এই আস্থা ও বিশ্বাস রেখে কাজ করার।
মন্তব্য করুন