শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

আরও ৫৮ জনের প্রাণ কেড়ে নিলো করোনা!

ইনকিলাব অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০২১, ৫:০৩ পিএম

করোনা পরিস্থিতির ক্রমাগত অবনতি হচ্ছে। করোনা রোধে সারাদেশে লকডাউন ঘোষণা করছে সরকার, এমন সিদ্ধান্তের সময়ে খবর এলো দেশে আরও ৫৮ জনের প্রাণ কেড়ে নিলো করোনা। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ২১৩ জনে। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৫ হাজার ৬৮৩ জন।

দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ লাখ ৩০ হাজার ২৭৭ জন। শনিবার (৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ২ হাজার ৩৬৪ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৪৯ হাজার ৭৭৫ জন। এ সময়ে ২৪ হাজার ১০০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ২৪ হাজার ৫৪৮টি নমুনা। এপর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৭ লাখ ৫২ হাজার ৬


সাদুল্লাপুরে অটোবাইক চালক ছুরিকাহত জনতার ধাওয়ায় তিন ছিনতাইকারী আটক
সাদুল্লাপুর(গাইবান্ধা)উপজেলা সংবাদদাতা
গাইবান্ধার সাদুল্লাপুরে অটোবাইক ছিনতাইকারীর হাতে ড্রাইভারকে ছুরিকাহত করে গাড়ী নিয়ে পালোনোর সময় তিন যুবককে ধাওয়া করে আটক করেন সাধারণ জনতা।শুক্রবার রাত ১০ টার সময় উপজেলার ফরিদপুর ইউনিয়নের ঘেঘারবাজার নুরুর ইসলামের ইটভাটা সংলগ্ন স্থানে ঘটনাটি ঘটেছে।চালক মুকুল মিয়া (৩৫)পার্শ্ববর্তী পীরগঞ্জ উপজেলার ধানসালা গ্রামের সৈয়দ আলীর ছেলে।পরিগঞ্জ থেকে ভারা নিয়ে যাএীবেশে ৩/৪ জন যুবক ওই ইউনিয়নের উত্তর ফরিদপুর গ্রামের দিকে নিয়ে যাওয়ার পথিমধ্যে হঠাৎ গাড়ীর ভিতর থেকে আঘাত করেন।ড্রাইভারের চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে।ঘটনাস্থল থেকে পালোনোর চেষ্টা করলে জনতার হাতে রক্তমাখা জামাসহ তিন যুবককে আটক করেন গ্রামবাসী।তারা হলেন,শাহাদুল ইসলাম (২২)সাদুল্লাপুর উপজেলার বাতগ্রাম ইউনিয়নের খোদাবখস গ্রামের দুদু আকন্দের ছেলে,এনামুল হক(১৮)দক্ষিণ ফরিদপুর গ্রামের এখলাসের ছেলে ও মোস্তাকিম(১৯)দক্ষিণ ফরিদপুর গ্রামের তাজুল আকন্দের ছেলে।এছাড়া পলাতক রবিউল ইসলাম(২২)খোদাবখস গ্রামের গুরা আকন্দের ছেলে।ঘটনার সত্যতা স্বীকার করে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ মাসুদ রানা জানান,সন্ধ্যার পরে পীরগঞ্জ থেকে চার যুবক অটোরিকসা ভাড়া নিয়ে ফরিদপুরের মোলংবাজার আসে।নুরুলের ইটভাটার কাছে পৌঁচ্ছলে চালককে মারধর এবং ছুরিকাঘাত করে অটোরিকসা নিয়ে পালায় তারা।চালকের আত্মচিৎকারে ছিনতাইকারীসহ চালক ও অটোরিকসা উদ্ধার করা হয়।তিনি আরও জানান, চালক মুকুল মিয়া ও আটক তিন ছিনতাইকারীকে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেওয়া হয়েছে।এবং তাদের বিরুদ্ধে মামলা রুজু করে কারাগারে প্রেরন করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন