শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

খালেদার তিন মামলায় অভিযোগপত্র গ্রহণ

প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কোর্ট রিপোর্টার : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাজধানীর দারুসসালাম থানার নাশকতার তিনটি মামলার অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত। গতকাল ঢাকা মহানগর এক নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন। এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী তাপস কুমার পাল সাংবাদিকদের জানান, তিন মামলায় ৮৪ আসামির অভিযোগ আমলে নিয়ে পলাতক ৭১ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এ সময় পলাতক আসামিদের গ্রেফতার করা গেল কি না সে বিষয়ে তামিল সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ অক্টোবর দিন ধার্য করা হয়েছে। এ তিনটি মামলাতেই খালেদা জিয়া জামিনে আছেন।
মামলার নথি সূত্রে জানা গেছে, গত বছর জানুয়ারি ও মার্চ মাসে দারুসসালাম থানায় বিশেষ ক্ষমতা আইনে এ তিনটি মামলা করে পুলিশ। পরে তদন্ত শেষে খালেদা জিয়াসহ ৮৪ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র  দেয়া হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন