শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কচুয়ায় গৃহবধূর মৃত্যু, স্বামী আটক!

কচুয়া (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০২১, ৩:২১ পিএম

চাঁদপুরের কচুয়ায় রুমি বেগম (২৫) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার রাতে পালাখাল লন্ডনী বাড়িতে ওই গৃহবধু বিষপান করলে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্বজনরা। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজে প্রেরন করলে কুমিল্লা নেয়ার পথিমধ্যে মধ্যরাতে মুদাফরগঞ্জ এলাকায় রুমি বেগম মারা যায় । এ ঘটনায় গৃহবধু রুমি বেগমের স্বামী সুলতান মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
বাচাঁইয়া গ্রামের অধিবাসী রুমির বাবা খলিলুর রহমান ও মা মনোয়ারা বেগম জানান, প্রায় ৮ বছর পূর্বে তার মেয়ে রুমি বেগমকে একই উপজেলার পালাখাল গ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে সুলতান মিয়ার সাথে বিয়ে হয়। বিয়ের পর তাদের গৃহে দুটি পুত্র সন্তান ও একটি কন্যা সন্তান জন্ম হয়। শনিবার রাতে তাদের দু’জনের মধ্যে পারিবারিক বিষয়ে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে স্বামীর মারধরে অভিমান করে রুমি বেগম গৃহে থাকা বিষপান করে। এ হত্যার জন্য সুলতান মিয়া ও তার পরিবারকে দায়ী করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন গৃহবধু রুমির পরিবার।
কচুয়া থানার ওসি মো: মহিউদ্দিন জানান, নিহতের লাশ উদ্ধার মর্গে প্রেরন করেছি। বাদীর মামলার প্রেক্ষিতে মৃত্যুর রহস্য উদঘাটনে চেষ্টা চলছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন