শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

নাটোর চিনিকল এলাকায় ২০টি অবৈধ পাওয়ার ক্রাসার জব্দ

প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

নাটোর জেলা সংবাদদাতা :  নাটোর চিনিকল এলাকায় অবৈধভাবে গুড় তৈরি করায় ২০টি পাওয়ার ক্রাসার জব্দ করা হয়েছে। মঙ্গলবার নাটোর চিনিকল এলাকায় রামশার কাজীপুরে অবৈধভাবে পাওয়ার ক্রাসার দিয়ে গুড় তৈরী করায় নাটোরের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলমের নেতৃত্বে র‌্যাব-৫ এর কোম্পানী কমান্ডার মিজানুর রহমান ও স্কোয়াড কমান্ডার রেজিনুর রহমান এক যৌথ অভিযান চালায়। দিনব্যাপী এই অভিযানে অবৈধভাবে চালিত ২০টি পাওয়ার ক্রাসার ও এর যন্ত্রাংশ জব্দ করা হয়। অবৈধভাবে আখ মাড়াই করে ভেজাল গুড় তৈরীর অভিযোগে সাদেকুল ইসলামকে পাঁচদিনের জেল ও শহীদুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. শহীদুল্লাহ্ জানান, উৎপাদনকারী ব্যবসায়ীরা অতি মুনাফার লোভ দেখিয়ে অপরিপক্ত আখ পাওয়ার ক্রাসারে আখ মাড়াই করে গুড় উৎপাদন করায় আখ চাষীরা ক্ষতি সাধিত হচ্ছে। অন্যদিকে মিলের তদারকিতে উৎপাদিত আখ অবৈধভাবে পাওয়ার ক্রাসারে মাড়াই করার ফলে নাটোর চিনিকলে আগামী মাড়াই মৌসুমে আখ প্রাপ্তিতে ঘাটতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি আরো জানান,ওই এলাকায় এখনও আরো শতাধিক পাওয়ার ক্রাসার চালু রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন