শরণখোলা উপজেলা সংবাদদাতা ঃ বঙ্গোপসাগরে শরণখোলার একটি ইলিশ বোঝাই ফিশিং ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এসময় ওই ট্রলারে থাকা ১৭ জেলে তিন ঘন্টা সাগরে ভেসে থাকার পর অপর দু’টি ট্রলারে তাদেরকে উদ্ধার করেছে। বুধবার ভোরে এ ঘটনাটি ঘটেছে সুন্দরবনের সাগর তীরবর্তী নারিকেলবাড়িয়া এলাকায়। শরণখোলা খাদা গ্রামের আঃ জলিল তালুকদার জানান, ওই সময় তার মালিকানাধীন এফ.বি রহমান ফিশিং ট্রলারটি দুযোর্গপূর্ণ আবহাওয়ার মধ্যে পড়ে ১৫ লাখ টাকা মূল্যের ইলিশ সহ ফিরে আসছিল। প্রচন্ড ঢেউয়ের আঘাতে ট্রলারের তলদেশ ফেঁটে ১৭ জন জেলে সহ সাগরে ডুবে যায়। তিন ঘন্টা ভেসে থাকার পর পাথরঘাটা এলাকার অপর দু’টি ফিশিং ট্রলারে তাদেরকে উদ্ধার করে বিকালে পাথরঘাটার চাঁনমিয়া মেম্বরের আড়তে নিয়ে আসে। এর মধ্যে ট্রলারের মাঝি আমির হোসেন, জেলে জামাল, ওসমান, আনোয়ার, নূর ইসলাম, হেমায়েত ও দ্বীন ইসলামের নাম তিনি জানাতে পেরেছেন। ট্রলার মালিক আরো জানান, এ ঘটনায় তার অন্তত ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন