উত্তর : জোড়ে কেরাত পড়ার হুকুম রয়েছে এমন নামাজ জামাতে পড়া ছাড়া, অন্য কোনো নামাজ জামাতে কিংবা একাকী পড়ার সময় সজোড়ে কেরাত ও সশব্দে পড়া যায় না। আপনি নিজে শুনতে পারেন, এতটুকু আওয়াজে একাকী সব নামাজই পড়তে পারবেন। তবে, খেয়াল রাখতে হবে, যেন মসজিদে বা বাসায় নিকটের লোকটি আপনি সশব্দে ও জোড়ে নামাজ পড়ছেন এমন মনে না করে। তার মনে হবে, আপনি নিঃশব্দেই নামাজ পড়ছেন, তবে এর সামান্য আওয়াজ আপনার মুখ থেকে উচ্চারিত হচ্ছে, এর বেশী নয়। নিরব নামাজগুলো নিরবে নিঃশব্দে পড়াই সুন্নাত। আপনার মনে চাইলেও এতে কোনো পরিবর্তন আনা যাবে না। তাহাজ্জুদের সময় নফল নামাজে সশব্দে কেরাত ও সেজদায় গিয়ে বাড়তি দোয়া দুরুদের বিশেষ সুযোগ রয়েছে।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন