বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

নৈশকোচে ডাকাতি : গ্রেফতার ৩

চৌদ্দগ্রাম (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০২১, ১২:০৬ এএম

কুমিল্লার চৌদ্দগ্রামে পুলিশের সাঁড়াশি অভিযানে ডাকাতির ২০ দিনের মধ্যেই সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে ঢাকার কদমতলী থানার নতুন শ্যামপুর গ্রামের নাজিম উদ্দিনের ছেলে বিল্লাল হোসেন, আশুলিয়া থানার আবদুর রাজ্জাকের ছেলে এছার উদ্দিন প্রকাশ ইছার আলী ও নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার মুকুন্দি গ্রামের ইমান আলীর ছেলে শাহিনুর রহমান শাহিন।

গত বুধবার আটককৃতদের আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে। গত ১৫ মার্চ রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামে খাদিজা ভিআইপি পরিবহনের একটি যাত্রীবাহী নৈশকোচে সংঘবদ্ধ ডাকাত দল যাত্রীদের সর্বস্ব লুটে নিয়ে যায়। এ ঘটনায় পরদিন ওই বাসের ভুক্তভোগী যাত্রী বান্দরবান জেলার আলীকদম থানার আবুল কালাম বাদী হয়ে ৭জনের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের করেন। পুলিশ ওই বাসের চালক ও সুপারভাইজারসহ ৩ জনকে তাৎক্ষণিক গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করে। মামলার তদন্তকারী কর্মকর্তা চৌদ্দগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ত্রিনাথ সাহা জানান, গত ১৫ মার্চ রাতে ঢাকা থেকে খাদিজা ভিআইপি পরিবহনের যাত্রীবাহী বাস কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে কয়েকজন যাত্রী তুলে নেয় বাসটির চালক। কিছুদূর যাওয়ার পর ভিতরের লাইট বন্ধ করে দিয়ে চালককে সরিয়ে বাসের নিয়ন্ত্রণ নেয় ডাকাতদল। এসময় যাত্রীদের নগদ টাকা, মোবাইলসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে নেমে পড়ে ডাকাতদল।

এ ঘটনায় ভুক্তভোগীরা জাতীয় সেবা ৯৯৯ এ ফোন করলে ফেনী হাইওয়ে পুলিশ বাসটি আটক করে যাত্রীসহ কুমিল্লা জেলা পুলিশকে বুঝিয়ে দেয়। পরে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আজিম উল আহসান যাত্রীদের অভিযোগ অনুযায়ী বাসের চালক আবু তালেব, সুপারভাইজার আরিফুর রহমান, হেলপার রফিকুল ইসলামকে আটকের নির্দেশ দেন।
আটককৃতদের জিজ্ঞাসাবাদ ও যাত্রীদের দেয়া তথ্যের ভিত্তিতে তদন্তকার্যক্রম শুরু করে তথ্যপ্রযক্তির মাধ্যমে এবং কুমিল্লার পুলিশ সুপার ফারুক হোসেন, চৌদ্দগ্রাম সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম সাইফ ও চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমার দিক নির্দেশনায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত আন্তঃজেলা ডাকাতদলের তিন সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হই। আটককৃত তিন ডাকাতই আদালতে জবানবন্দি দিয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় অসংখ্য মামলা রয়েছে বলে তিনি জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন