শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

অটোরিকশা চালক খুন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০২১, ১২:০৫ এএম

রাজধানীর পল্লবীতে মোহাম্মদ দুলাল নামের এক অটোরিকশার চালককে হত্যার ঘটনা ঘটেছে। গত বুধবার দিবাগত রাত ১০টা থেকে গতকাল বৃহস্পতিবার সকালের যেকোনো সময় তাকে হত্যা করা হয়। নিহত দুলালের বাড়ি শরিয়তপুরের নড়িয়ায় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গতকাল সকাল আটটার দিকে পল্লবীর এম ব্লক, ইস্টার্ণ হাউজিংয়ের খালি প্লটের পাশ থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। নিহতের বুকে ধারাল ‘চাকুর’ আঘাত পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে দুলালের ব্যবহৃত মোবাইল ফোন পাওয়া যায়। যাতে একটি নম্বর থেকে বেশ কয়েকটি মিসকল রয়েছে। পরবর্তীতে ওই নম্বরে ফোন করে পুলিশ জানতে পারে নিহত দুলাল অটোরিকশা চালক ছিলেন।
গতরাতে গ্যারেজ থেকে অটোরিকশা নিয়ে বের হলেও গ্যারেজে আর ফেরত যাননি। রাতে অথবা সকালের কোন একসময় দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাতে হত্যা করে মাঠের পাশে ফেলে রেখে গেছে।

পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ আল মামুন জানান, নিহতের লাশ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন