শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

মুসলিম লীগ বিএমএল-এর পক্ষ থেকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা

প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ মুসলিম লীগ বিএমএল’র সভাপতি এইচ এম কামরুজ্জামান খান এবং মহাসচিব অ্যাডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরী এক যুক্ত বিবৃতিতে দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন। নেতৃবৃন্দ বলেন, ঈদুল আযহা মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। ঈদুল আযহার কোরবানির মাধ্যমে ধর্মপ্রাণ মুসলমানদের মনের কলুষতাকে বিতাড়িত করে সাদা মনের মানুষে পরিণত হওয়ার শিক্ষা দেয়।
বিএমএল নেতৃবৃন্দ যুক্ত বিবৃতিতে দেশের আপামর জনগণের ঈদুল আযহা শান্তিপূর্ণভাবে ও নির্বিঘেœ পালন করতে এ বিষয়ে সজাগ দৃষ্টি রাখার জন্য আইন-শৃঙ্খলা বাহিনী, সিটি করর্পোরেশন, পৌরসভা, স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ যথাযথভাবে দায়িত্ব পালন করা অর্থাৎ নাগরিক সুবিধা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি দাবি জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন