শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

গোমস্তাপুরে প্রতিপক্ষের হামলায় উপজেলা ছাত্রলীগ সভাপতিসহ আহত ১০

প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

গোমস্তাপুর উপজেলা সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে প্রতিপক্ষের হামলায় উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ ১০ নেতা-কর্মী আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে রহনপুর ইউসুফ আলী কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। ঘটনার শিকার ছাত্রলীগ নেতা ইমরান জানান, গোমস্তাপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি রায়হানুল ইসলাম ইমরান তার নেতা-কর্মীদের নিয়ে কলেজ ক্যাম্পাসে আড্ডা দিচ্ছিল। এ সময় ঐ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আজাদ আলীর নেতৃত্বে রহনপুর পৌর ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম ও কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মোমিন বিশ্বাস নেতা-কর্মী নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। অপরদিকে রহনপুর ইউসুফ আলী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আজাদ আলী জানান, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান গত কিছুদিন যাবৎ কলেজের জনৈক ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল। এ বিষয়ে ছাত্রীর অভিভাবক অভিযোগ দিলে এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে বচসা হয়।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন