বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কক্সবাজারে দুই কোটি টাকার ইয়াবাসহ পাচারকারী আটক

প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কক্সবাজার অফিস : কক্সবাজার-টেকনাফ সড়কের পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে দুই কোটি ৬ লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের ৫১৬০০ পিস ইয়াবাসহ এক পাচারকারীকে আটক করেছে র‌্যাব। আটক পাচারকারী মো. বেলাল হোসেন রামু থানার পানিরছড়া এলাকার শহর আলীর ছেলে বলে জানাগেছে।
এ সময় ইয়াবা বহনকারী মাইক্রো ও দুইটি মোবাইল সেট জব্দ করতে পারলেও মূল হোতাকে ধরতে পারেনি র‌্যাব সদস্যরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে এ অভিযান চালানো হয় বলে র‌্যাবের এক প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের জানানো হয়।
র‌্যাব-৭ কক্সবাজার এর কোম্পানি অধিনায়ক এএসপি মো. শরাফত ইসলাম জানান, তাদের কাছে আগাম সংবাদ ছিল একটি মাইক্রোতে করে টেকনাফ থেকে বড় ধরণের ইয়াবার চালান যাচ্ছিল ঢাকায়। ওই সংবাদের সূত্র ধরে ইয়াবা বহনকারী মাইক্রোবাস (যার নং- ঢাকা মেট্টো চ-৫১-১০৫৩) তল্লাসী চালিয়ে ৫১৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এদিকে বিভিন্ন সূত্র থেকে জানাগেছে, ঈদুল আজহাকে সামনে একাধিক পাচারকারী চক্র মিয়ানমার থেকে বড় ধরণের ইয়াবা চালান পাচারের সুযোগ খোঁজছে। ইয়াবা গডফাদাররা এসব ইয়াবা সাগর পথে ও স্থল পথে পাচার করতে পারে বলেই ধারণা করা হচ্ছে।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন