পটুয়াখালীর বাউফল উপজেলায় থাই গ্লাস চাপায় পিষ্ট হয়ে সাহেব আলী সরদার (৫৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার কালাইয়া ধানহাটা ট্রাকষ্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। সাহেব আলী উপজেলার নাজিরপুর ইউনিয়নের ছোটডালিমা গ্রামের মজিদ সরদারের ছেলে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, ঢাকা থেকে ট্রাক যোগে উপজেলার পৌর শহরের রুহুল আমিনের মালিকাধীন বিসমিল্লাহ্ গ্লাস হাউস একটি প্রতিষ্ঠানের বেশ কিছু থাই গ্লাস নিয়ে কালাইয়া ধানহাটা ট্রাক ষ্ট্রান্ড আসে। ষ্টান্ড থেকে ট্রাকটি ঘুড়াতে গিয়ে ট্রাকের উপর থাকা শ্রমিক সাহেব আলীর ওপর গ্লাস গুলো চাপা পড়ে।
ট্রাকষ্টান্ডের সুপারভাইজার মো. আসলাম বলেন, ট্রাকটি ঘুড়াতে গিয়ে একদিকে কাথ হলে ট্রাকে আড়াঅড়ি ভাবে রাখা একপাশের গ্লাস গুলো মুহুর্তের মধ্যে শ্রমিক সাহেব আলীর ওপর পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) আলম মামুন বলেন, ট্রাকটি আটক করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন