শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

জীবিত হয়েও মৃত ভোটার তালিকায়

মিলছে না করোনা টিকা

কুষ্টিয়া থেকে স্টাফ রির্পোটার : | প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০২১, ১২:০১ এএম

 শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী সবাইকে কোভিড-১৯ টিকা গ্রহণের নির্দেশনা থাকলেও কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া মহাবিদ্যালয়ের অফিস সহকারী হাসিনা বানু টিকা নিতে পারছেন না। তাকে নির্বাচন কমিশন অফিস থেকে ভোটার তালিকায় মৃত দেখানো হয়েছে।
হাসিনা বানু বলেন, স¤প্রতি অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে ভোট দিতে গেলে ভোটার তালিকায় নিজের নাম না থাকায় তিনি জেলা নির্বাচন অফিসে যোগাযোগ করেন। এসময় তৎকালীন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, তার স্ট্যাটাস শূন্য, অর্থাৎ তাকে মৃত বলে ভোটার তালিকা থেকে বাদ দেয়া হয়েছে। হাসিনা বানুর প্রশ্ন তিনি জীবিত থেকেও কিভাবে ভোটার তালিকায় মৃত হলেন? এ ব্যাপারে তিনি নির্বাচন অফিসে যোগাযোগ করলে তাকে আবেদন করতে বলা হয়। সে অনুযায়ী গতকাল তিনি সংশ্লিষ্ট কার্যালয়ে আবেদন করেছেন। তবে আবেদনটি করার আগে এই ১০ দিন তাকে বিভিন্ন অফিসে ছোটাছুটি করতে হয়েছে।
জাতীয় পরিচয়পত্রে মৃত দেখানোয় করোনার টিকা নিতে পারছেন না জানিয়ে ক্ষোভ প্রকাশ করে হাসিনা বানু বলেন, ‘প্রতিষ্ঠান থেকে টিকা নিতে বলা হয়েছে। পরিচয়পত্রে আমি নাকি মৃত, তাই টিকা নিতে পারছি না। এই নিয়ে গত ১০ দিন ধরে এখানে সেখানে ঘুরছি। স্বাধীন দেশে এমন অরাজকতা মেনে নেয়া যায় না।’
জানা গেছে, হাসিনা বানুর জাতীয় পরিচয়পত্র নম্বর ৮২০ৃ৪০০। তিনি ২০২১ সালে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে ভোট দিতে গেলে ভোটার তালিকায় নিজের নাম খুঁজে না পেয়ে ভোগান্তির শিকার হন। পরে নির্বাচন অফিস জানায়, তথ্য সংগ্রহকারী ভুলক্রমে জীবিত হাসিনা বানুকে ভোটার তালিকায় (ডাটাবেজে) মৃত দেখিয়েছেন। এ বিষয়ে কুষ্টিয়া জেলা সিনিয়র নির্বাচন অফিসার আনিছুর রহমান বলেন, ‘এটি কোনো ইচ্ছাকৃত বা অন্যের আবেদনের পরিপ্রেক্ষিতে নয়, বরং কাজের ভুল। তথ্য সংগ্রহকারী ভুলক্রমে জীবিত হাসিনা বানুকে ভোটার তালিকায় এন্ট্রি করার সময় মৃত দেখিয়েছেন। আমি বিষয়টি অবগত হওয়ার পর এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছি।’

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন