চট্টগ্রাম ব্যুরো : বিপজ্জনকভাবে সিলিন্ডারে গ্যাস ভরে অবৈধভাবে বিক্রির সময় (শুক্রবার) বেলা সাড়ে ১১টায় রাঙ্গুনিয়া উপজেলার সৈয়দবাড়ি এলাকায় ১৪১টি গ্যাস সিলিন্ডারসহ একটি কাভার্ডভ্যান জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ফোরকান এলাহী অনুপম এই অভিযান পরিচালনা করেন।
তবে অভিযানের সময় কাউকে পাওয়া যায়নি। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানিকে সিলিন্ডারগুলো ধ্বংসের দায়িত্ব দেওয়া হয়েছে। এর দুই দিন আগে বুধবার একই জায়গায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৫৯টি সিলিন্ডার ও একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছিল। ওই দিনের অভিযানে অবৈধ গ্যাস বিক্রির দায়ে দুইজনকে তিনমাসের দÐ দিয়েছিল ভ্রাম্যমাণ আদালত।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন