মাথাব্যথা কোন রোগ নয়। রোগের উপসর্গ। খুব পরিচিত এক সমস্যা মাথাব্যথা। যার মাথা ব্যথার কষ্ট হয় সেই বোঝে। মাথাব্যথা থাকলে আর কিছুই যেন ভাল লাগেনা। আর রোজার সময় হলে তো কথাই নেই। তখন কষ্ট আরো বেড়ে যায়।
মাথাব্যথার প্রধান কারণ টেনশন টাইপ হেডেক এবং মাইগ্রেন। আরও কিছু কারণে মাথাব্যথা হতে পারে। তবে সেসব সচরাচর দেখা যায়না। এছাড়াও রোজার সময় বেশ কিছু কারণে মাথাব্যথা হতে পারে। রোজার সময় পানিশূন্যতা হয়। বিশেষ করে এই গরমের সময়। কয়েক বছর ধরে গরমের সময় আমাদের দেশে রোজা হচ্ছে। গরমে দেখা দেয় পানিশূন্যতা। সেখান থেকে হতে পারে মাথাব্যথা। রোজা এবং গরমের কারনে ঘুম ও রেস্ট কম হয়। পর্যাপ্ত ঘুম শরীরের জন্য খুবই দরকার। রোজায় অনেকেরই পর্যাপ্ত ঘুম হয় না। তাদের দেখা দেয় মাথাব্যথা।
অনেকের মাথাব্যথা করলে বা মাথায় অস্বস্তি হলে চা খেলে ভাল হয়ে যায়। রোজার সময় এ অভ্যাস থেকে দূরে থাকতে হয়। একারনেও অনেকের মাথাব্যথা হয়।
মাইগ্রেনের কিছু ওষুধ আছে যা খেলে মাইগ্রেনের এটাক কম হয়। আবার কিছু ওষুধ অছে যা ব্যথা উঠলে খাওয়া হয়। রোজায় আগেই চিকিৎসকের সাথে কথা বলে ডোজ ঠিক করে নিতে হবে। তাহলে মাইগ্রেনের রোগীরা ঠিকমতো রোজা রাখতে পারবেন। টেনশন টাইপ হেডেকের রোগীরাও রোজার আগেই ওষুধের ডোজ ঠিক করে নিবেন। রোজায় যাতে পানিশূন্যতা না হয় সেজন্য ইফতার থেকে সেহেরী পর্যন্ত পযাপ্ত পানি ও তরল পান করতে হবে। টাটকা ফলের জুস খাওয়া যেতে পারে। বাইরে বের হলে ঢিলেঢালা পোশাক পরে বের হতে হবে। ছাতা নিতে হবে। রোজার সময় বেশী পরিশ্রম না করাই ভালো। রোদে বের হলে সানগ্লাস ব্যবহার করা যেতে পারে। এর পরেও কারো মাথাব্যথা হলে চিকিৎসকের কাছে যেতে হবে।
ডাঃ মোঃ ফজলুল কবির পাভেল
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন