বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রাজধানীসহ একাধিক স্থানে ঝড়-বৃষ্টি

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০২১, ৯:৫৩ এএম

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে দমকা ও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হয়েছে। কোথাও কোথাও ঝড়ের গতি ঘণ্টায় ৬০ কিলোমিটার অতিক্রম করে। যা কালবৈশাখী ঝড়ে রূপ নিতে পারে।

ঝড়বৃষ্টি হওয়া এলাকাগুলো হলো- ঢাকা, ময়মনসিংহ, সিলেট, গাজীপুর, নরসিংদী ও কিশোরগঞ্জ ও রংপুর। শুক্রবার (১৬ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে এ ঝোড়ো হাওয়াসহ বৃষ্টিপাত শুরু হয়। বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যা থেকে যশোর, কুষ্টিয়া, কুমিল্লা অঞ্চল, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমক বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দেয়।

এছাড়া আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা কমতে পারে বলেও আবহাওয়া অফিসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

 

 
 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
hfkjn ১৭ এপ্রিল, ২০২১, ১১:২৪ এএম says : 0
tai naki
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন