করোনা মহামারী মোকামেলায় দ্বিতীয় দফার লকডাউনের মধ্যে কাজ ও খাবারের দাবীতে বরিশাল মহানগরীতে বিক্ষোভ করেছে রিক্সা শ্রমিকর। বাসদ-এর উদ্যোগে নগরীর টাউন হলের সামনে বিক্ষোভ সমাবেশে ডা. মনিষা চক্রবর্তি সহ অন্যান্য বক্তাগন লকডাউনের সময় বড় বড় শিল্পপতিদের প্রনোদনার নামে জনগনের হাজার হাজার কোটি টাকা নগদ সহায়তা দেয়া হলেও শ্রমিক শ্রেণীর বাঁচার জন্য সরকার কিছুই করছে না বলে ক্ষোভ প্রকাশ করেন। বক্তাগন অবিলম্বে রিক্সা শ্রমিক সহ সব ধরনের শ্রমিকদের বেঁচে থাকার নুন্যতম ব্যবস্থা করারও দাবী জানান।
পরে রিক্সা শ্রমিকরা বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন