শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বান্দরবানে আফিমসহ মাদককারবারি গ্রেফতার

সেনাবাহিনী-র‌্যাবের অভিযান

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০২১, ১২:০১ এএম

সেনাবাহিনী ও র‌্যাবের যৌথ অভিযানে পার্বত্য জেলার বান্দরবানে থানচি থেকে প্রায় চার কেজি আফিমসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বান্দরবান সেনা রিজিয়ন ও র‌্যাব-৭ চট্টগ্রামের যৌথ অভিযান পরিচালনাকালে মউসিং ত্রিপুরাকে (৩৭) পাকড়াও করা হয়। পরবর্তীতে তার দেখানো মতে, একটি প্লাস্টিকের বস্তায় তিন কেজি ৮৫০ গ্রাম আফিম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আফিমের মূল্য তিন কোটি ৮৫ লাখ টাকা। গ্রেফতার মউসিং ত্রিপুরা বান্দরবানের রুমা থানার অংথহা ত্রিপুরার পুত্র। সে দীর্ঘদিন থেকে আফিম উৎপাদন, পক্রিয়াজাত ও পাইকারি মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করার কথা স্বীকার করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন