অভ্যন্তরীণ ৫টি রুটে ফ্লাইট শুরু করার পর আগামীকাল (বৃহস্পতিবার) থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে রাজশাহী রুটে ফ্লাইট শুরু করতে যাচ্ছে। প্রাথমিকভাবে স্বাস্থ্য সতর্কতা মেনে ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, যশোর, সৈয়দপুর ও বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা শুরু হয়েছে।
ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাবে সকাল ৮ টা ৩০ মিনিটে এবং রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে সকাল ৯টা ৫০ মিনিট। ইউএস-বাংলা এয়ারলাইন্স ৭২ আসনের ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট দিয়ে ঢাকা-রাজশাহী রুটের ফ্লাইটগুলো পরিচালনা করবে।
ঢাকা থেকে রাজশাহীর ওয়ান ওয়ের জন্য নূন্যতম ভাড়া সকল প্রকার ট্যাক্স ও সারচার্জ সহ মোট ৩৩৯৯ টাকা ও রিটার্ন ভাড়া ৬,৬৯৮টাকা।
বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্স অভ্যন্তরীণ রুট ছাড়াও ঢাকা থেকে দুবাই, দোহা, মাস্কাট, সিঙ্গপুর ও গুয়াংজুতে ফ্লাইট পরিচালনা করছে।
ইউএস-বাংলা এয়ারলাইন্সে ভ্রমণ করার জন্য যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করুন ০১৭৭৭৭৭৭৮০০-৬।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন