চট্টগ্রাম ব্যুরো : প্রায় চার লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ডের সদস্যরা। গতকাল (শনিবার) গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৫টায় আনোয়ারার সাত্তার মাঝিরঘাট সংলগ্ন এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। কোস্টগার্ড পূর্ব জোনের জোনাল কমান্ডার এম নূরুজ্জামান শেখ জানান, মিয়ানমার থেকে ইয়াবাভর্তি একটি বোট চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের অদূরে গভীর সমুদ্রে অপেক্ষা করছে এবং সাত্তার মাঝিরঘাটের আশপাশ এলাকায় এসব ইয়াবা খালাস হবে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
এসময় একটি সন্দেহজনক বোটকে থামার সঙ্কেত দেয়া হলে বোটটি না থেমে পালিয়ে যাওয়ার সময় সাগর তীরবর্তী সৈকতে আটকে যায়। এসময় ইয়াবা পাচারকারীরা বস্তাগুলোসহ পালানোর চেষ্টা করে। কোস্টগার্ডের সদস্যরা ধাওয়া দিলে পাচারকারীরা বস্তাগুলো ফেলে পালিয়ে যায়। বস্তাগুলো থেকে ৩ লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ১৯ কোটি টাকা। ইয়াবাগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে বলে কোস্টগার্ড জানিয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন