শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

শতবর্ষী বিদ্যালয় কমিটির শ্রেষ্ঠ সভাপতি হলেন অশোক চৌধুরী

প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : শতবর্ষী বিদ্যালয় কমিটির শ্রেষ্ঠ সভাপতি হলেন বিশিষ্ট সাংবাদিক অশোক চৌধুরী। পটিয়া উপজেলায় কচুয়াই ইউনিয়নের শতবর্ষী ঐতিহ্যের সিতাবিদু প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হিসেবে স্কুলের উন্নয়ন, বিকাশ, মেধাচর্চায় মননশীল এবং উৎসাহমূলক ভূমিকা ও অবদান রাখায় উপজেলা পর্যায়ে তাকে এ সম্মানে ভূষিত করা হয়।
অশোক চৌধুরী টিভি চ্যানেল বৈশাখী টেলিভিশনের বার্তা প্রধান। তিনি দুই বছর আগে স্কুলটির পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব গ্রহণ করে স্কুলের ছাত্র-ছাত্রীদের মেধাবিকাশ, সংস্কৃতি চর্চায় প্রণোদনা এবং জাতীয় দিবসগুলোতে জাঁকজমকভাবে অনুষ্ঠান আয়োজন করে এলাকায় শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকা রেখেছেন। তিনি স্কুলের উন্নয়ন এবং স্থানীয়ভাবে বহু শিক্ষার্থীদের আকৃষ্ট করে ছাত্র-ছাত্রীদের ভাল ফলাফল এবং শিক্ষকদের দক্ষতা বাড়াতে কার্যকর ভূমিকা রেখেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন