প্রেস বিজ্ঞপ্তি : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৪ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স (পুরাতন সিলেবাস) পরীক্ষার ফলাফল গতকাল রাত ৮.০০টায় প্রকাশিত হয়েছে। সারা দেশে ৬৮৩ কেন্দ্রে ১৬৭৮ কলেজের সর্বমোট ৩,৬৯,২৭৭ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে।
২০১৪ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স (পুরাতন সিলেবাস) পরীক্ষার ফলাফলের পরিসংখ্যান নিম্নরূপ
ক্রমিক নং বর্ষ মোট পরীক্ষার্থী মোট উত্তীর্ণ পরীক্ষার্থী
১. প্রথম বর্ষ ৮,৮৮২ ৬,৩২৪
২. দ্বিতীয় বর্ষ ১,৯০,৯৮৯ ১,৮১,২৭২
৩. তৃতীয় বর্ষ (চূড়ান্ত) ১,৬৯,০৭৪ ১,২৪,৫৩৬
৪. সার্টিফিকেট কোর্স ৩৩২ ১২১
তৃতীয় বর্ষ (চূড়ান্ত) পরীক্ষা ফলাফলের পরিসংখ্যান নিম্নরূপ
ক্রমিক নং গ্রæপ/বিভাগ মোট পরীক্ষার্থী মোট উত্তীর্ণ
১. বিএ ৫১,৯২২ ৩৮,৩৫০
২. বি.এস.এস ৭৫,৪৩৩ ৫৫,৯৫৯
৩. বি.বি.এস ৩৮,৫৭২ ২৮,০৪৮
৪. বি.এস.সি ৩,১৪৭ ২,১৭৯
সর্বমোট ১,৬৯,০৭৪ ১,২৪,৫৩৬
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন