শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ফেসবুকে ফেক আইডি ওবায়দুল কাদেরের নামে : বিভ্রান্ত না হওয়ার অনুরোধ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০২১, ১১:১০ পিএম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নামে ফেসবুকে অনেকগুলো ফেক আইডি রয়েছে । এসব আইডি থেকে উদ্দেশ্যমূলকভাবে বিভিন্ন ছবি, বক্তব্য বা অন্য কোনো কন্টেন্ট প্রচার করা হচ্ছে। সেতুমন্ত্রীর নামে খোলা এসব ভুয়া আইডির প্রচারে জনগণকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

শনিবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওবায়দুল কাদেরের নামে ফেসবুকে অনেকগুলো ফেক আইডি থেকে অনেকে উদ্দেশ্যমূলকভাবে বিভিন্ন বক্তব্য ও ছবি আপলোড করছে, যা আইনগতভাবে শাস্তিযোগ্য অপরাধ। ওবায়দুল কাদের যে ফেসবুক আইডি ব্যবহার করছেন সেটি ভেরিফায়েড আইডি। ভেরিফায়েড আইডি ছাড়া অন্য সব ভুয়া আইডি থেকে প্রচারিত বক্তব্য, ছবি বা অন্য কোনো কনটেন্ট দেখে বিভ্রান্ত না হওয়ার জন্য জনগণকে অনুরোধ জানানো হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
প্রবাসী-একজন ২৫ এপ্রিল, ২০২১, ৩:৫৫ এএম says : 0
ডিজিটাল আইন গেলো কই? নিরীহ লোকদের হেনস্তা করতে ওটার ব্যাপক প্রয়োগ হয়; আর বাটপারদের ওটা কিচ্ছু করতে পারেনা; একেবারে মন্ত্রীসাহেবকে ঘা মেরে দিলো ...... কি আশ্চর্য....!!!
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন