টাঙ্গাইলে বনের জায়গায় মাটি কাটার অভিযোগে মাটি ভর্তি ট্রাক জব্দ করেছে টাঙ্গাইল বন বিভাগের বাঁশতৈল রেঞ্জের বংশীনগর বিট। এলাকাবাসী ও বংশীনগর বিট জানায়, টাঙ্গাইল জেলার সখিপুর মির্জাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা তক্তারচালা গ্রামের ঝিনিয়া এলাকায় আবু সাঈদ নামে এক ব্যক্তি বনের জায়গায় মাটি কাটছিল। এলাকার লোকজন মাটিবর্তী ট্রাকটি জব্দ করে বংশীনগর অফিসে স্থানান্তর করে। অভিযোগ রয়েছে বংশীনগর বিট কর্মকর্তা রুমিজ্জামান টাকার বিনিময়ে বনবিভাগের জায়গায় মাটি কর্তন, বিল্ডিং নির্মাণ, ঘরবাড়ি নির্মাণ, গাছ কর্তন, করাতকলে বনবিভাগের গাছ চিড়াইয়ে সহযোগিতা করে থাকে। অভিযুক্ত আবু সাঈদ বলেন, তার নিজ জমিতে মাটি কর্তন করতেছিল পাশে বলে জায়গা থাকলেও সেখানে মাটি কাটা হয়নি। বংশী নগর বিট কর্মকর্তা রুমিজ্জামান বলেন, মাটি বোঝাই ট্রাকটি জব্দ করা হয়েছে এবং বন আইনে মামলা দায়ের করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন