মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ১২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নারায়ণগঞ্জে ২৪ ঘন্টায় আরও একজনের মৃত্যু, আক্রান্ত ৫৭

নারায়ণগঞ্জ থেকে | প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০২১, ২:০১ পিএম

মরণঘাতি করোনাভাইরাসের থাবায় নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি নারায়ণঞ্জ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে ২১০ জন। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছে আরও ৫৭ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাড়ালো ১২ হাজার ৬৯০ জনে।
এ পর্যন্ত সুস্থ্য হয়েছেন ১১ হাজার ৯৪ জন। গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৫৪৪ জনের। মোট নমুনা সংগ্রহ হয়েছে ১ লাখ ৮৪১ জনের।সোমবার (২৬ এপ্রিল) সকালে জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এ পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় মারা গেছেন ১০৭ জন ও আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৯২২ জন, সদরে মারা গেছেন ৪১ জন ও আক্রান্ত হয়েছে ২ হাজার ৬২৮ জন, বন্দরে মারা গেছেন ৮ জন ও আক্রান্ত হয়েছেন ৭৮৯ জন, রূপগঞ্জে মারা গেছেন ১৪ জন ও আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩১২ জন, সোনারগাঁয়ে মারা গেছেন ৩৬ জন ও আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৭৬ জন এবং আড়াইহাজারে মারা গেছেন ৪ জন ও আক্রান্ত হয়েছেন ৮৬৩ জন।
উল্লেখ্য নারায়ণগঞ্জে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ৩০ মার্চ প্রথম নারায়ণগঞ্জের বন্দরের রসুলবাগে করোনার উপসর্গ নিয়ে পুতুল নামে এক নারী মারা যায়। ৭ এপ্রিল নারায়ণগঞ্জকে করোনার হটস্পট ঘোষণা করা হয়। এরপর ৮ এপ্রিল সকাল থেকে পুরো নারায়ণগঞ্জ জেলাকে লকডাউন করেন আইএসপিআর। পরে নারায়ণগঞ্জের কপাল থেকে হটস্পটের তকমা তুলে নেয়া হয়েছে। বতমানে করোনার সেকেন্ড ওয়েব চলছে। সরকার ঘোষিত দ্বিতীয় দফার সর্বাত্মক লক ডাউন চলছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন