শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

দক্ষিনাঞ্চলে করোনার মৃত্যুর মিছিল ভারি হবার মধ্যে লকডাউন ‘কাগুজে বাঘ’এ পরিনত হয়েছে

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০২১, ২:৪১ পিএম

দক্ষিনাঞ্চলে লকডাউন ‘কাগুজেবাঘে’ পরিনত হবার মধ্যে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। সোমবার দপুরের পূববর্তি ২৪ ঘন্টায় ঝালকাঠী,ভোলা ও পটুয়াখালীতে ৩ জনের মৃত্যু সহ নতুনআক্রান্ত হয়েছেন ৬৬ জন। এমনকি গত ৩দিন দিনে দক্ষিনাঞ্চলে পাঁচ নারী সহ ৯জন কোভিড রোগীর মৃত্যু সংবাদ চিকিৎসক মহলেও দুঃশ্চিন্তা বৃদ্ধি করলেও সরকার ঘোষিত লকডাউন প্রত্যাহারের আগেই তা এ অঞ্চল থেকে বিদায় করেছে এক শ্রেণীর মানুষ। এরমধ্যেই রোববারে ভোলা শহরের গাজীপুর রোডের ৪৪ বছর বয়স্কা করোনা আক্রান্ত হৃদরোগী একনারী বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা নেয়ার পথে এ্যম্বুলেন্সেই মারা গেছেন। এছাড়া পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ৭৫ বছর বয়স্কা অপর এক নারী শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঝালকাঠীর রাজাপুরের ৪৫ বছর বয়স্ক এক করোনা পজিটিভ রোগীও নিজ বাড়ীতে মারা গেছেন এসময়ে।

দক্ষিনাঞ্চলের জেলাগুলোতে গত শণিবার দু জন, রবিবার ৪ জন ও সোমবারে আরো ৩জন সহ চলতি মাসের ২৬ দিনে ৩৯ জন করোনা রোগীর মৃত্যু সংবাদ পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরছে। এ নিয়ে দক্ষিণাঞ্চলে মৃতের সংখ্যাটা ২৫৩ জনে উন্নীত হল। ফলে মৃত্যুহার আগের দিনের চেয়ে দশমিক ১ বেড়ে এখন ১.৭৮%। গত ২৬ দিনে নতুন ২ হাজার ৮৯৮ জন সহ এ অঞ্চলে মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১৪ হাজার ২২১ জনে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে চলতি মাসের ২৬ দিনে আক্রান্ত ও মৃতের এ সংখ্যাটা গত ৪ মাসের চিত্রকেও হার মানাচ্ছে। অথচ এ বিপর্যয়ের মধ্যেও সরকার ঘোষিত লকডাউন বাস্তবে খুজে পাওয়া দুস্কর হয়ে উঠছে।
সোমবার দুপুরের পূর্ববর্তি ২৪ ঘন্টায় বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ ও ভোলা জেরারেল হাসপাতালের আরটি-পিসিআর ল্যাব সহ দক্ষিনাঞ্চলে অন্য জেলা-উপজেলাতে মোট ৫৮১ জনের নমুনা পরিক্ষায় ৬৬ জনের করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। এ পর্যন্ত দক্ষিণাঞ্চলে সর্বমোট ৯৪ হাজার ৫৪৪ জনের নমুনা পরিক্ষায় ১৪ হাজার ২২১ জনের করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। সর্বশেষ সনাক্তের গড়হার আগের দিনের চেয়ে দশমিক ১ বেড়ে সোমবার সকালে ছিল ১৫.২০%।
কিন্তু এরপরেও দ্বিতীয় দফার চলতি লকডাউন গত দিন দুয়েক যাবতই সম্পূর্ণ ঢিলেঢালা হয়ে গেছে দক্ষিণাঞ্চলে। শুধু আন্তঃ জেলা বাস ও লঞ্চ যোগাযোগ বন্ধ থকলেও বিভিন্ন বিকল্প পথে মানুষ এক জেলা থেকে অন্য জেলায় ছুটছে। অন্য সব কিছুও প্রায় স্বাভাবিক। কিন্তু করোনা সংক্রমন বাড়লেও অবাধে ঘুরে বেড়নো বিবেকহীন মানুষের তা নিয়ে কারো মাথা ব্যথা নেই।
সোমবার দুপুরের পূর্ববর্তি ২৪ ঘন্টায় বরিশালে আক্রান্ত ২০ জনের মধ্যে ১৭ জনই মহানগরীতে। জেলাটিতে এ পর্যন্ত আক্রান্ত ৬ হাজার ৪৬৫ জনের মধ্যে ১০৪ জনের মৃত্যু হয়েছে। এখনো সমগ্র দক্ষিণাঞ্চলে করোনার হটস্পট বরিশাল মহানগরী। এনগরীতেই মৃতের সংখ্যাটা ৬০-এর কাছে। আক্রান্তও সাড়ে ৫ হাজারের মত। কিন্তু এ নগরীর বেশীরভাগ মানুষের অবাধ বিচরন, কোন দূর্যোগের চিত্র বহন করছে না। জেলাটিতে সনাক্তের হার ১৭.৯০% এবং মৃত্যুহার ১.৬১%।
বরিশালের পরেই করোনার ভয়াবহ অবস্থান পটুাখালীতে । গত দুদিনে এ জেলাটিতে দুজনের মৃত্যুর ফলে জেলাটিতে মৃতের সংখ্যাটা ৫০ জনে উন্নীত হল। আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ২ হাজার ৮৬ জনে। জেলাটিতে গত দুদিনে আক্রান্তের সংখ্যা ছিল ২৪ জন। জেলাটিতে ১১.৮৮% সনাক্তের পাশাপাশি মৃত্যুহারও দক্ষিণাঞ্চলের সর্বোচ্চ ২.৪০%। বরগুনাতে আগের দিন কোন সংক্রমন সংবাদ না থাকলেও সোমবার দুপুরের পূর্ববর্তি ২৪ ঘন্টায় নতুনকরে ৪ জনের আক্রন্তের খবর জনিয়েছে বিভাগীয় স্বাস্থ্য দপ্তর। জেলাটিতে এ পর্যন্ত ১ হাজার ২০৭ জন আক্রান্তের মধ্যে ২২ জনের মৃত্যু হয়েছে। মৃত্যু হার ১.৮২ %।
দ্বীপজেলা ভোলা চলতি মাসেই দক্ষিনাঞ্চলে করোনার নতুন ঝুকিপূর্ণ এলাকায় পরিনত হয়েছে। জেলাটিতে গত ৩ দিনে নতুনকরে ৭৮ জন অক্রান্ত হয়েছেন। মারা গেছেন দুজন। জেলাটিতে এখন সংক্রমনের হার ১৩.০৯%। মৃত্যুহারও ১.৩০%। পিরোজপুরেও গত ৩দিনে নতুন ২৬ জন আক্রান্তের সাথে দুজনের মৃত্যু হয়েছে। জেলাটিতে এ পর্যন্ত ১ হাজার ৬১ জন আক্রান্তের মধ্যে ৩১ জনের মৃত্যু হয়েছে। বরিশাল মহানগরীর পাশের ঝালকাঠী জেলায় গত ২৪ ঘন্টায় কোন আক্রান্ত না থাকলেও একজনের মৃত্যু হয়েছে করোনা সংক্রমনে। ফলে জেলাটিতে মোট আক্রান্ত ১ হাজার ২১০ জনের মধ্যে ইতোমধ্যে ২৪ জনের মৃত্যু হয়েছে। জেলাটিতে সংক্রমনের হার দক্ষিণাঞ্চলের সর্বোচ্চ ১৯.১৮ % এবং মৃত্যু হারও ১.৯৮%।
এদিকে স্বাস্থ্য বিভাগের অনুমিত হিসেবে গত ২৪ ঘন্টায় দক্ষিনাঞ্চলে নতুন ৪৮ জন সহ সর্বমোট ১১ হাজার ৪৬০ জন সুস্থ হয়ে উঠেছেন। সুস্থতার হার ইতোপূর্বের ৯৮% থেকে এখন ৮০.৫৯%।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন